আজকে আমরা জানবো ডোমেইন কি? (What is domain)সেই সম্পর্কে। আপনি যদি একটি ব্লগ বা ওয়েবসাইট তৈরি করতে চান তাহালে প্রথমে যে ব্যাপারটা জানতে হবে সেটার নাস হলো ডোমেইন।এজন্য ডোমেইন কি বা ডোমেইন কাকে বলে সেটা আপনাকে ভালো ভাবে বুঝতে হবে।
আমরা যখন ইন্টারনেট থেকে কোনো ব্লগ বা ওয়েবসাইট ভিজিট করি তখন সর্বপ্রথম দেখা হয় ডোমেইনের সাথে। আসলে ডোমেইনের মাধ্যমে আমরা ইন্টারনেটে বিভিন্ন ধরনের ওয়েবসাইট খুঁজে পায়।
আবার ইচ্ছা করলে সেই ওয়েবসাইট গুলো আমরা ভিজিট করতে পারি। যেভাবে আমার নাম বা আপনার নাম দিয়ে আমাদের পরিচয় খুঁজে পায়, ঠিক সেই ভাবে ইন্টারনেট দুরিয়াতে অন্য অন্য ওয়েবসাইট গুলোতে তাদের ডোমেইন নামের মাধ্যমে খুঁজে পায়।
উদাহরণঃ আপনি যদি আমার এই ইন্টারনেটে সক্রিয় থাকা বাংলা ওয়েবসাইটে আসতে চান তাহালে, আমার ওয়েবসাইটের ডোমেইন নাম sofolfreelancer.net ব্যবহার করে আসতে হবে।
সহজ ভাবে বলতে গেলে, আমার ওয়েবসাইটের নাম, ঠিকানা, পরিচয়পত্র সব কিছুই হলো আমার এই ডোমেইন নাম। আপনি কখনো একটি ডোমেইন নাম ছাড়া ইন্টারনেটে তৈরি করা ব্লগ বা ওয়েবসাইট খুজে পাবেন না।
আপনার মধ্যে হয়তো অল্প জ্ঞান রয়েছে ডোমেইন নাম কি সেই সম্পর্কে। তবে, আজকের এই আর্টিকেলে আমি আপনাদের ডোমেইনের ব্যাপারে বিস্তরিত ভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, যাতে আপনারা সহজে বুঝতে পারেন।
এজন্য আজকে, ডোমেইন নাম কাকে বলে, ডোমেইন কত প্রকার, ভালো ডোমেইন বেঁছে নিবেন কিভাবে এবং কিভাবে ডোমেইন নাম কিনতে হয়। এ সকল বিষয়ে আপনাদের বলে দিবো।
ডোমেইন কি? (What is domain)
Domain name বা DNS (Domain naming system) এমন একটি নামকরণ যার মাধ্যমে আমরা এই বিশালা ইন্টারনেট দুনিয়াতে যে কোনো একটি ওয়েবসাইটকে সনাক্ত করতে পারি। আর ইন্টারনেটে থাকা সকল ধরনের ওয়েবসাইট একটি IP address এর সাথে সংযু্ক্ত থাকে।
এই IP address এমন একটি সাংখ্যিক ঠিকানা, যা আপনার ব্যবহার করা ইন্টারনেট ব্রউজারকে বলে দেয় যে ওয়েবসাইটটি ইন্টারবেটের কোন সার্ভার ও কোন জায়গায় হোষ্ট করা রয়েছে।
যখন আমরা কোনো ওয়েব ব্রাউজারে কোনো ওয়েবসাইটের ডোমেইন নাম লিখে সার্চ করি, তখন সেই ডোমেইন নাম ওয়েবসাইটের সার্ভারে আসল IP address কে পয়েন্টে করেন।
আর সেই ওয়েবসাইটের আসল IP address দাঁড়ায় আমাদের ব্যবহার করা ইন্টারনেট ব্রাউজারে এবং সেই ওয়েবসাইটের আসল ঠিকানা খুঁজে পেয়ে যায় সেখানে ওয়েবসাইটটি হোস্ট করা রয়েছে।
যার ফলে আমাদের ব্রাউজার থেকে সার্চ করা ডোমেইন নামের সাথে যুক্ত থাকা ওয়েবসাইটকে আমরা দেখতে পায় এবং সেটাই আমরা ব্যবহার করি।
আপনারা চাইলে যেকোনো ওয়েবসাইটের ডোমেইন নাম ব্যবহার না করে, যেকোনো ওয়েবসাইটের ডায়রেট IP address ওয়েব ব্রাউজারের URL বক্সে লিখে সার্চ করলে আমরা সেই ওয়েবসাইটি ভিজিট করতে পারবো।
মনে রাখবেন, ইন্টারনেটে থাকা সকল ধরনের ওয়েবসাইটের অবশ্যই একটি IP address রয়েছে। যেমন- Google এই ওয়েবসাইটের ডোমেইন নাম Google.com এবং এর আইপি এড্ড্রেস (IP address) হলো 172.217.168.238
মনে রাখবেন, ডোমেইন নাম এবং IP address দুইটা ব্যবহার করে আপনারা গুগলের ওয়েবসাইটে যেতে পারবেন। কিন্ত এটা কি আপনার আমার জন্য মনে রাখা সম্ভব? আসলে এটা আমাদের মতো সাধারন মানুষের জন্য কখনো মনে রাখা সম্ভব না।
তাই, IP address দ্বারা ওয়েবসাইটের নাম মনে রাখার এই জটিল প্রক্রিয়াকে সহজ প্রক্রিয়ার ব্যবহার করা হয় ডোমেইন নাম ব্যবহার করে। যার ফলে আমরা সহজে অনেক গুলো ওয়েবসাইটের নাম মনে রাখতে পারি।
ডোমেইন কাকে বলে?
প্রতিটা ওয়েবসাইট একটি ওয়েব সার্ভারে হোস্ট করা থাকে এবং একটি Domain সেই ওয়েবসাইটের সার্ভারের IP address ঠিকানায় পয়েন্ট করা থাকে।
এতে যখন আমরা কেউ ওয়েবসাইটের নাম লিখে ওয়েব ব্রাউজারে সার্চ করি তখন ডোমেইন নামের মাধ্যমে ওয়েবসাইটটি তার সার্ভারের IP address কে পয়েন্ট করে। যার ফলে ডোমেইন দ্বারা সার্চ করা ওয়েবসাইটটি সহজে খুঁজে পাওয়া যায়।
আশাকরি, ডোমেইন নাম কাকে বলে, ডোমেইনের কাজ কি, কিভাবে ডোমেইন কাজ করে সেটা সহজে সম্পর্ন ভাবে বুঝতে পারছেন।
ডোমেইন কত প্রকার? (Types of Domain)
আসলে ডোমেইন নামের প্রকার অনেক ধরনের রয়েছে। আমি নিচে ডোমেইনের প্রকারভেদ গুলো বলে দিবো। যাতে আপনারা ওয়েবসাইট তৈরি করার সময় Domain কেনার কথা ভাবলে সঠিক ভাবে ডোমেইন বাছাই করতে পারবেন।
১. TLD – Top Level Domain
Top level domain (TLD) এর মধ্যে সব চেয়ে বেশি মান থাকা domain extension. এই টপ লেভেল ডোমেইন গুলো সব চেয়ে বেশি ব্যবহার করা হয়। একটি সম্পর্ন ডোমেইন নামের শেষের অংশ হলো এটা।
ডট (dot) লেখার পরে ভাগ। আমি যদি আমার নিজের এই ব্লগের কথা বলি তাহালে, sofolfreelancer.net আমার ডোমেইন নাম। এবং ডটের (.) পরে net শব্দটি হলো আমার top level domain extension.
একটি ব্লগ বা ওয়েবসাইটে আপনি যদি top level domain ব্যবহার করেন তাহালে, ওয়েবসাইটের রেপুটেশন ভিজিটর্স এবং গুগল দুইজনই ভালো নজরে দেখবে, এতে আপনার ভালো লাভ হবে।
টপ লেভেল ডোমেইন বা TLD গুলোকে বলা হয় SEO Friendly Domain. কারণ এই ক্যাটাগরিতে থাকা domain extension থাকা ওয়েবসাইটকে Google search engine অনেক গুরুত্ব দেয়।
তাই আপনি যদি একটি ব্লগ বা ওয়েবসাইট তৈরি করার কথা ভাবছেন তাহালে অবশ্যই এই ধরনের top level domain ব্যবহার করা আপনার জন্য অধিক লাভজনক হবে।
TLD বা Top Level Domain Extension গুলো কি কি –
- .Com (Commercial)
- .Net (Network)
- .Org (Organization)
- .Info (Information)
- .Gov (Government)
- .Edu (Education)
- .Biz (Business)
২. Cc TLD – Country Code Top Level Domain
আপনি যদি কোনো দেশকে টার্গেট করে ব্লগ বা ওয়েবসাইট তৈরি করেন তাহালে, সেই Blog বা Website এর জন্য CcTLD Domain Extensions ব্যবহার করতে পারেন। এই ধরনের ডোমেইন এক্সটেনশন গুলো কোনো দেশের Two letter ISO code এর উপরে নামকরণ করা হয়।
Country Code Top Level Domain গুলো কি কি –
- .Bd (Bangladesh)
- .Us (United States)
- .In (India)
- .Cn (China)
- Us. (United States of America)
- .Ro (Romania)
এই ধরনের ডোমেইন এক্সটেনশন গুলো কেবল কোনো দেশকে টার্গেট করে নামকরণ করা হয়েছে। কোনো দেশের সরকারি ওয়েবসাইট গুলোতে এই ডোমেইন এক্সটেনশন ব্যবহার করা হয়।
কোথায় থেকে Top Level Domain গুলো কিনবো?
আপনি যদি নিজের পার্সোনাল বা বিসনেস এর কাজে একটি ওয়েবসাইট বানানোর কথা চিন্তা করছেন, তাহালে আপনাকে অবশ্যই একটি Top Level Domain ব্যবহার করতে হবে।
একটি টপ লেভেল ডোমেইনের দাম বাংলাদেশে ৫০০ থেকে ১২০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। এই ডোমেইনটি কেনার পরে এক বছর সম্পর্ন ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এবং এক বছর পর থেকে প্রতি বছর রিনিউ (renew) করতে হবে।
আবার আপনি চাইলে ডোমেইন কেনার সময় ২,৩,৪ বা ৫ বছরের জন্য একবারে সেটা কিনে নিতে পারবেন। এটা সম্পর্ন নির্ভর করে আপনার বাজেট এর উপরে।
একটি ডোমেইন নাম কেনার জন্য আপনাকে ইন্টারনেটে থাকা Domain Name Service Provider গুলোর সাথে যোগাযোগ করতে হবে। এবং তাদের ওয়েবসাইটে একাউন্ট তৈরি করে আপনি একটি ডোমেইন কিনতে পাবেন।
বর্তমানে ইন্টারেটে থাকা সেরা কিছু Domain name service provider গুলো হলোঃ
- https://www.namecheap.com
- https://godaddy.com/domains
- https://www.hostgator.in
- https://www.crazydomains.in
এখন আপনি যদি একটি Domain কিনতে চান, তাহালে উপরে বলা ওয়েবসাইট গুলো থেকে অনেক কম দামে টপ লেভেল ডোমেইন রেজিষ্ট্রেশন করে নিতে পারবেন।
ডোমেইন কেনার আগে মনে রাখবেন
আপনি যদি প্রথম বার ডোমেইন কেনার কথা চিন্তা করেন, তাহালে নিচের কিছু সাধারন বিষয়ে নজর দিয়ে ডোমেইন কিনতে হবে। তা না হলে ভবিষ্যতে আপনি বেশ কিছু অসুবিধার মুখে পড়তে পারেন।
- আপনারা সব সময় একটি শর্ট ডোমেইন নাম (short domain name) বেঁছে নিবেন। তাহালে মানুষরা সহজে মনে রাখতে পারবে।
- ডোমেইন নাম ছোট হওয়ার কারণে লিখতে এবং বলতে অনেক সহজ হয়।
- কখনো অন্যের সাথে মিল রেখে ডোমেইন নাম বাছায় করবেন না। সব সময় নিজের বিসনেস এর ব্র্যান্ডের সাথে মিল রেখে ডোমেইন বাছায় করবেন।
- লক্ষ রাখবেন আপনার বেঁছে নেওয়া ডোমেইন নামের সাথে যেন কোনো ধরনের hyphen (-) বা number (1234) না থাকে।
- সব সময় চেষ্টা করবেন একটি top level domain কেনার জন্য।
- আপনার বেঁছে নেওয়া ডোমেইন নাম ব্লগ বা ওয়েবসাইটের বিষয়ের সাথে জড়িত থাকাটা অনেক লাভজনক।
আজকে আমরা কি শিখলাম
তাহালে বন্ধুরা আজকে আমরা শিখলাম ডোমেইন কি (What is domain), ডোমেইন কত প্রকার এবং ডোমেইন কেনার আগে কি কি বিষয়ে নজর দিয়ে হবে। আশাকরি এই সকল ব্যাপারে আমি আপনাদের বুঝিয়ে বলতে পারছি।
আশাকরি, আমার লেখাটি আপনাদের ভালো লাগছ। যদি এই আর্টিকেল সম্পর্কে কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে তাহালে নিয়ে কমেন্টে জানাবেন। এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
হোস্টিং নিয়ে বিস্তারিত কিছু জানাবেন
hosting neya Post korse deken