গুগল মিট কি? কিভাবে গুগল মিট অ্যাপ ব্যবহার করবেন

বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে বলবো গুগল মিট কি এবং কিভাবে Google Meet ব্যবহার করবেন। বর্তমানে ভিডিও কনফারেন্সিং এর ব্যবহার দিনে দিনে বেড়ে চলেছে। আর গুগলের গুগল মিট অ্যাপ একটি আদর্শ ভিডিও কনফারেন্স টুল।

অন্যান্য সব ফিচারস এর পাশাপাশি গুগল মিট অ্যাপ এ বাড়তি সুবিধা প্রদানের মাধ্যমে গুগল মিট (google meet) অন্য সব ভিডিও কনফারেন্সিং অ্যাপ থেকে নিজেকে অনেক আলদা করতে সক্ষম হয়েছে।

তাহালে চলুন আমরা জেনে নিবো গুগল মিট কি? গুগল মিট ব্যবহারের নিয়ম এবং কিভাবে গুগল মিট ডাউনলোড করবেন সবটায় জানিয়ে দিবে আজকের এই আর্টিকেলে।

গুগল মিট কি? (What is Google Meet in bangla)

গুগল মিট হলো গুগলের ব্যবসা ফোকাসড ভিডিও কনফারেন্সিং টুল। গুগল মিট এর পূর্ববতী নাম ছিলো গুগল হ্যাংআউটস মিট। গুগল চ্যাট, গুগল মিট, গুগল হ্যাংআউটস এর ভিডিও চ্যাট গুলোর পাশাপাশি রয়েছে অসংখ্য এন্টারপ্রাইজ লেভেলের ব্যবহার যোগ্য ফিচারস।

এসব এন্টারপ্রাইজ ফোকাসড ফিচার গুলোর ক্ষুদ্র বা বৃহৎ ব্যবসা গুলোর জন্য সঠিক এবং আদর্শ সমাধান। তবে, গুগল মিট ব্যবসার পাশাপাশি স্কুল কলেজেও ব্যাপক ভাবে ব্যবহার করা হচ্ছে। আসলে google meet এর মতো জুম অ্যাপকে অনেকে ট্রাস্টেড মনে করেন না।

এ কারণে, সকলের কাছে গুগল মিট ভিডিও কনফারেন্সিং টুল হিসাবে প্রথম নম্বারে পছন্দ হয়ে দাঁড়িয়েছে।

গুগল মিট অ্যাপ কি ফ্রি?

গুগল মিট অ্যাপ আপনারা সম্পর্ন ফ্রিতে ব্যবহার করতে পারবেন কিছু লিমিটেশন সহ। ফ্রিতে ২ থেকে সর্বচ্ছ ১০০ জন ব্যাক্তি ১ ঘন্টা একটানা  ব্যবহার করতে পারবেন।

অন্য দিকে গুগল জি-স্যুট ব্যবহারকারীরা ও এক্ষেএে বিশাল সুবিধা পাবেন। জি-স্যুট ব্যবহারকারীরা সর্বচ্ছ একটানা ৩০০ ঘন্টা এবং সর্বচ্ছ ১৫০ জন ব্যাক্তি একসাথে মিটিং করতে পারবেন।

এখানে জি-স্যুট ব্যবহারকারীরা ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল কল-ইনস কাস্টমার সার্ভিস সুবিধা পাবেন। যারা জি-স্যুট ইন্টারপ্রাইজ ব্যবহার করেন তারা তারা আরো বেশি সুবিধা পেয়ে থাকেন।

জি-স্যুট ইন্টারপ্রাইজ ব্যবহারকারীরা গুগল মিট এ একটানা ৩০০ ঘন্টা মিটিং করতে পারবেন সর্বচ্ছ ২৫০ জন ব্যাক্তি নিয়ে। এখানে পাবেন অসংখ্য এক্সট্রা ফিচারস যেমন- গুগল ড্রাইভে মিটিং এর রেকার্ডিং, সিকিউরিটি ফিচারস, ইন্টেলিজেন্ট নয়েস ক্যান্সেলেশন ইত্যাদি।

গুগল মিট ডাউনলোড করার নিয়ম

আমি আগেই বলেছি আপনারা গুগল মিট সম্পর্ন ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনারা এন্ড্রয়েড ফোন থেকে Google play store এ গিয়ে Google meet লিখে সার্চ দিয়ে সম্পর্ন ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।

আর আপনি যদি আইফোন (iPhone) ব্যবহারকারী হয়ে থাকেন তাহালে Apple app store থেকে গুগল মিট লিখে সার্চ দিয়ে সম্পর্ন ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।

গুগল মিট ব্যবহারের নিয়ম

অন্যান্য ভিডিও কনফারেন্সিং অ্যাপ গুলোর মতো গুগল মিট ব্যবহার করা সোজা। আপনারা অল্পকিছু সময় ব্যায় করলে গুগল মিট সম্পর্কে ব্যাসিক ধারণা অর্জন করতে পারবেন। তাহালে চলুন নিচে থেকে আমরা জেনে আসি গুগল মিট ব্যবহারের নিয়ম গুলো।

কিভাবে গুগল মিট এ মিটিং তৈরি করবেন?

আসলে গুগল মিট এ মিটিং তৈরি করা খুব সহজ। এর জন্য আপনার প্রয়োজন হবে একটি জিমেইল একাউন্ট বা গুগল একাউন্ট এবং সাথে প্রয়োজন হবে ইন্টারনেট সংযোগ।

কম্পিউটার বা ল্যাপটপ থেকে যেকোনো ব্রাউজার থেকে নিচের ধাপ গুলো অনুসারন করে গুগল মিট এ মিটিং তৈরি করুন।

  • প্রথমে https://meet.google.com লিংকে প্রবেশ করুন।
  • এবার New Meeting এ ক্লিক করে পরবর্তী ধাপ গুলো অনুসারণ করুন।
  • এছাড়া আপনারা এক ক্লিকে  https://meet.new লিংকে ক্লিক করে মিটিং তৈরি করতে পারবেন।

আপনারা চাইলে জিমেইল একাউন্ট থেকে ও গুগল মিট এ মিটিং তৈরি করতে পারবেন। এর জন্য আপনারা নিচের ধাপ গুলো অনুসারণ করুন।

  • প্রথমে জিমেইল একাউন্টে প্রবেশ করুন।
  • বাম দিকে মেন্যুতে ক্লিক করে Start A Meeting অপশনে ক্লিক করলে নতুন মিটিং শুরু হয়ে যাবে।

স্মার্টফোন থেকে গুগল মিট এ মিটিং তৈরি করতে নিচের ধাপ গুলো অনুসারণ করুন

  • এন্ড্রয়েড ফোনের জন্য গুগল প্লে স্টার এবং আইফোন এর জন্য অ্যাপ স্টোর থেকে সম্পর্ন ফ্রিতে গুগল মিট অ্যাপ ডাউনলোড করে ইনস্টাল (install) করুন।
  • অ্যাপটি ওপেন করে জিমেইল আইডি দিয়ে লগইন করুন।
  • এবার New Meeting এ ক্লিক করলে নতুন মিটিং শুরু হয়ে যাবে।

আপনি যখন মিটিং তৈরি করবেন তখন অটোমেটিক ভাবে একটি লিংক তৈরি হয়ে যাবে। যেটা ব্যবহার করে অন্যান্য পার্টিসিপেন্টারা আপনার মিটিং এ অংশ গ্রহন করতে পারবেন। মিটিং এর লিংক সয়ংক্রিয় ভাবে জিমেইল শিডিউল থাকা ব্যাক্তিদের কাছে চলে যাবে।

গুগল মিট এ জয়েন করার নিয়ম

আপনারা সবাই অনেক সহজে গুগল মিট এ মিটিং এ জয়েন করতে পারবেন। এর আপনারা নিচের ধাপ গুলো অনুসারণ করুন।

  • ব্রাউজার বা অ্যাপ থেকে গুগল মিট এ প্রবেশ করুন।
  • New Meeting বা Start A Meeting এর পাশে থাকা Join Meeting এ ক্লিক করুন।
  • এবার মিটিং এর ইন্টার কোড টাইপ করে Enter বাটুনে ক্লিক করলে মিটিং এ জয়েন হয় যাবেন।
  • তাছাড়া হোস্টের পাঠানো মিটিং লিংক ব্যবহার করে সহজে মিটিং এ জয়েন হতে পারবেন।

কিভাবে গুগল মিট প্রেজেন্ট করবেন

ভিডিও মিটিং যোগাযোগ করার অসাধারণ একটি মাধ্যম যেটা বলতে কোনো সন্দেহহ নেই। তবে, অনেক সময় মিটিংকারীদের অনেক কিছু দেখানোর প্রয়োজন হয়। অন্যান্য ভিডিও কনফারেন্সিং অ্যাপ গুলোর মতো গুগল মিট এ মিটিং চলাকালীন সময়ে প্রেজেন্টেশন গুলো দেখাতে পারবেন।

আপনি যদি নিজের স্কিন অন্যদের সাথে শেয়ার করতে চান তাহালে স্কিনের নিচে থাকা Present Now অপশনে ক্লিক করুন। আপনি সম্পর্ন স্কিন একটি ট্যাবেও দেখাতে পারবেন। তাছাড়া যদি চান তাহালে ভিডিও, এনিমেশন গুলোও দেখাতে পারবেন। স্কিন শেয়ার বন্ধ করতে চাইলে Stop Presenting অপশনে ক্লিক করলে বন্ধ হয়ে যাবে।

কিভাবে গুগল মিট এ চ্যাট করবো?

আপনারা চাইলে ভিডিও কনফারেন্সিং এর পাশাপাশি চ্যাট ফিচারটি ব্যবহার করতে পারবেন। এর জন্য উপরে ডানদিকে থাকা ছোট চ্যাট আইকনে ক্লিক করার মাধ্যমে চ্যাট অপশন দেখতে পারবেন। কোনো প্রশ্ন উত্তর বা রিসোর্স শেয়ারিং এর জন্য চ্যাট ফিচারটি দারুন কার্যকর।

আজকে আমরা কি শিখলাম

তাহালে বন্ধুরা আজকে আমরা শিখলাম গুগল মিট ব্যবহারের নিয়ম, গুগল মিট কি এবং কিভাবে গুগল মিট ডাউনলোড করতে হয় সেই সম্পর্কে। আশাকরি আমার লেখা Google Meet কি আর্টিকেলটি আপনাদের কাছে ভালো লাগছে। এই আর্টিকেল সম্পর্কে কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap