কিউ আর কোড কি? QR কোড কিভাবে কাজ করে

আমাদের মধ্যে অনেকে হয়তো জানেন কিউ আর কোড কি? আসলে QR কোড এর পূর্ণ রূপ হলো Quick Response Code. কিউ আর কোড এর সাহায্যে আমরা যে কোনো এনক্রিট্টেড তথ্য অনেক সহজে সংরক্ষণ এবং অনেক দ্রুত এক্সেস করতে পারি বলে এর নাম QR কোড।

কিউ আর কোড হলো এক ধরনের দ্বিমাত্রিক বার কোড। মূলত কিউ আর কোড ব্যবহার করা হয় পণ্যের দাম, বিভিন্ন ধরনের প্রমোশোনাল অফার বা অল্প জায়গায় বেশি তথ্য সংরক্ষণ করার জন্য কিউ আর কোড ব্যবহার করা হয়। (QR code কি)

তাহালে চলুন নিচে থেকে আমরা জেনে আসি কিউ আর কোড কি? এবং এর সম্পর্কে A টু Z বিস্তরিত।

কিউ আর কোড কি? কিউ আর কোড কত প্রকার ও কি কি?

কিউ আর কোড মূলত ২ প্রকার। যথা-

  • ডাইনামিক কিউ আর কোড
  • স্ট্যাটিক কিউ আর কোড

ডাইনামিক কিউ আর কোড কাকে বলে?

যে কিউআর কোড তৈরি করা হয়ে যাবার পরে সেটার ভিতরের সকল তথ্য পরিবর্তন করা যায় তাকে ডাইনামিক কিউ আর কোড বলে।

স্ট্যাটিক কিউ আর কোড কাকে বলে?

যে “QR কোড তৈরি” করার পরে ভিতরের বা বাহিরের কোনো প্রকার তথ্য পরিবর্তন (change) করা যায় না তাকে স্ট্যাটিক কিউ আর কোড বলে।

QR কোড কিভাবে কাজ করে?

মনে করেন, আপনি একটি কোম্পানি মালিক এবং  আপনার কোম্পানিতে সাবান তৈরি করা হয়। আপনি সাবান তৈরি করার সময় নিদিষ্ট একটি মূল্য সাবানের প্রিন্ট করে দিয়েছেন। এখন হঠাৎ ঔ সাবানের মূল্য বৃদ্ধি পেয়ে তখন আপনি কি করবেন। তখন তো ঔ সাবানের গায়ে ঔ পুরাতন মূল্য লেখা থাকবে।

এমন হলে কেমন হতো যে, সাবানের মূল্য বৃদ্ধি পাবার সাথে সাথে ঔ সাবানের গায়ে ৩০ টাকা থেকে ৩৫ টাকা পরিবর্তন হয়ে যাবে। কিন্ত আপনি ভাবছেন এটা কিভাবে সম্ভব। আসলে এটা সম্ভব QR কোড এর মাধ্যমে। এই কারণে অনেক কোম্পানি বা প্রতিষ্ঠান কিউআর কোড বা বার কোড ব্যবহার করে।

QR কোড তৈরি করুন? 

এবার আমরা জানবো কিভাবে QR কোড তৈরি করতে হয়। ইতিমধ্য আপনারা জেনে গেছেন কিউআর কোড কি? এবং কি কাজে কিউআর কোড ব্যবহার করা হয়। আসলে QR কোড তৈরি করার জন্য অনেক ওয়েবসাইট বা অনেক অ্যাপস রয়েছে। যার মাধ্যমে আপনারা যে কেউ সহজে QR code তৈরি করতে পারবেন।

তবে, আমার মনে হয় কিউ আর কোড তৈরি করার জন্য সব চেয়ে সহজ এবং সেরা ওয়েবসাইট হলো QR Code Generator. এই ওয়েবসাইট থেকে আপনারা সহজে ফ্রিতে QR কোড তৈরি করতে পারবেন। এই ওয়েবসাইট থেকে আপনারা স্ট্যাটিক ও ডাইনামিক দুই ধরনের কিউআর কোড বা বার কোড তৈরি করতে পারবেন।

উপরের লিংকে যাবার পরে আপনি কিউ আর কোড তৈরি করার জন্য একটি পেজ দেখতে পাবেন। সেখানে ৩ টা অপশন দেখতে পাবেন। যেমন- FREE TEXT, URL, CONTACT.

আপনি FREE TEXT এ কিউআর কোডের জন্য যে কোনো একটি নাম দিতে পারেন। তারপরে URL অপশনে যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে তাহালে, সেটার লিংক দিতে পারেন। না থাকলে দেবার প্রয়োজন নেই।

CONTACT এ ক্লিক করলে আপনাকে সকল তথ্য গুলো দেবার জন্য বলা হবে। আপনি যে সকল তথ্য গুলো QR কোডে তুলে ধরতে চান তার সব গুলো এখানে দেওয়ার অপশন রয়েছে। আপনি প্রয়োজনীয় তথ্য গুলো দিয়ে নিচের SAVE বাটুনে ক্লিক করার আগে QR কোডটির সাইজ ঠিক করার জন্য save বাটুনের পাশে ৩ টি ডট বাটুন দেখতে পাবেন। সেখানে ক্লিক করে QR Code ছোট বড় যেমন আপনার প্রয়োজন তেমন সাইজের করে নিতে পারবেন।

তারপরে SAVE বাটুনে ক্লিক করে যেকোনো একটি Filename নামে সেভ (save) করতে পারবেন। মনে রাখবেন save করার সাথে সাথে আপনার তৈরি করা QR Code ডাউনলোড হয়ে যাবে। আপনি গ্যালারী (Gallery) তে গিয়ে QR Code টি দেখতে পাবেন। এটা চেক করার জন্য আপনার প্রয়োজন হবে একটি QR code Scanner.

কিভাবে QR code Scanner ডাউনলোড করবেন?

আপনি যদি আপনার তৈরি করা কিউ আর কোডটি এবং অন্যান্য কিউআর কোড স্ক্যান করতে চান তাহালে আপনার প্রয়োজন হবে একটি স্ক্যানার। google play store এ অনেক ধরনের স্ক্যানার আপনি পেয়ে যাবেন। আপনারা যেকোনো একটি ডাউনলোড করে স্ক্যান করে সকল তথ্য গুলো জানতে পারবেন। আপনি যদি একটি স্ক্যানার দিয়ে QR কোড এবং বার কোড দুইটা স্ক্যান করতে চান তাহালে QR & Barcode Scanner নামে এই অ্যাপটি ডাউনলোড করতে পারেন।

আজকে আমরা কি শিখলাম

তাহালে বন্ধুরা আজকে আমরা শিখলাম কিউ আর কোড কি? QR কোড তৈরি করার নিয়ম এবং QR কোড কিভাবে কাজ করে এই সম্পর্কে বিস্তরিত। এই বিষয়ে যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে তাহালে নিচে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap