Windows 10 Pro নাকি Windows 10 Home আপনার জন্য কোনটি ভালো?

আপনি কি কখনো এমন সমস্যায় পড়েছেন যে উইন্ডোজ ১০ এর কোন ভার্শন টি ব্যবহার করবেন। মাইক্রোসফ্ট এর দুইটি ভার্শন উইন্ডোজ ১০ প্রো (windows 10 pro) এবং উইন্ডোজ ১০ হোম (windows 10 home) রিলিস করে বাচায় করার কাজটি সহজ করে দিয়েছে।

আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা দুইটার তুলনা করে দেখবো কোনটা বূবহার করা আমাদের জন্য ভালো হবে। আগে উইন্ডোজ প্রো এবং উইন্ডোজ হোম ভার্সনে অনেক পার্থক্য ছিলো কিন্ত কোর ফিচারস এর ক্ষেএে মাইক্রোসফ্ট উইন্ডোজ ১০ এর জন্য অনেক পরিবর্তন এনেছে।

তবে, উইন্ডোজ ১০ প্রো ভার্সনে এডভান্স সিকিউরিটি এবং অনেক প্রাইভেসি ফিচারস গুলো যুক্ত করা হয়েছে। তাহালে চলুন নিচে থেকে আমরা দুইটার মধ্যে পার্থক্য গুলো জেনে আসি।

Windows 10 Pro নাকি Windows 10 Home এর মধ্যে পার্থক্য কি?

Windows 10 Pro হলো প্রফেশনাল ইউজারদের জন্য, যাদের সব থেকে ভালো এবং সর্বশেষ এডভান্স সিকিউরিটি ফিচারস দরকার।

Windows 10 Home হলো তৈরি করা হয়েছে সাধারণ ইউজারদের জন্য। আর এই দুইটি ভার্সনের মধ্যে মূল পার্থক্য হলো অপারেটিং সিস্টেম সিকিউরিটি। আপনার PC এবং ডাটার নিরাপত্তার জন্য উইন্ডোজ ১০ সব থেকে বেশি সুরক্ষা নিশ্চত করে।

তাছাড়া আপনি windows 10 pro ডিভাইসকে ডোমেইন এর সাথে কানেক্ট করতে পারবেন, কিন্ত আপনি  windows 10 home এর সাথে কোনো ডোমেইন কানেক্ট করতে পারবেন না।

তাছড়া windows 10 pro তে এমন কিছু ফিচারস রয়েছে যেগুলো আপনি windows 10 home এ পাবেন না, যেমন- রিমোট ডেক্সটপ যেটার সাহায্যে অফিস বা অন্য জায়গার পিসি (PC) তে কানেক্ট করতে পারবেন।

এমন অনেক ফিচারস আপনরা পাবেন উইন্ডোজ ১০ প্রো তে পাবেন কিন্ত উইন্ডোজ ১০ হোম তে পাবেন না। এবার চলুন নিচে থেকে জেনে আসি কি ফিচারস গুলো পাবেন।

রিমোট ডেস্কটপ সংযোগ

আপনি যখন windows 10 pro ব্যবহার করবেন তখন ডোমেইনের সাথে কম্পিউটার গুলোকে যুক্ত করতে পারবেন। এর ফলে আপনি ঘরে বসে অফিসের কাজ গুলো অফিসে না গিয়ে করতে পারবেন। সহজ ভাবে বলতে গেলে আপনি যে দেশে থাকেন না কেন প্রয়োজনীয় ফাইল গুলো অ্যাক্সেস করতে পারবেন।

বিটলকার দিয়ে ফাইল সুরক্ষা

আসলে বিটলকার হলো এমন একটি এনক্রিপশন টুল যেটার মাধ্যমে আপনি হার্ড ড্রাইভে থাকা ডাটা গুলো সুরক্ষা করে রাখতে পারবেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটি ফিচারস যদি আপনার কম্পিউটারে প্রাইভেট ডাটা থাকে। শুধুমাএ আপনি এখানে পার্সওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করতে পারবেন।

ক্লাউড আপডেট

windows 10 pro এর একটি গুরুত্বপূর্ণ ফিচারস হলো আপনি ক্লাউড এর মাধ্যমে আপডেট করতে পারবেন। এই প্রক্রিয়ার মাধ্যমে অনেক গুলো কম্পিউটারকে এক সাথে আপডেট করতে পারবেন। যার ফলে আপনার সময় বেঁচে যাবে। কিন্ত windows 10 home এ কিন্ত আপনি এই ভার্সন পাবেন না।

Windows 10 pro এবং windows 10 home এর দুইটার মধ্যে মিল কোথায়

windows 10 এর সকল ভার্সনে কোর ফিচারস রয়েছে এজন্য windows 10 নিয়ে আপনাকে হতাস হতে হবে না। যতক্ষণ না পর্যন্ত আপনি নেটিভ উইন্ডোজ ১০ এর ফিচারস গুলো নিয়ে মাথা ঘামাবেন।

তাহালে চলুন নিচে থেকে জেনে আসি দুইটির মধ্যে কোথায় মিল রয়েছে।

উইন্ডোজ হ্যালো

উইন্ডোজ হ্যালো উইন্ডোজ ডিভাইস গুলোর মধ্যে বায়োমেট্রিক অথেনটিকেশন নিয়ে আসছে সেটা মজার একটি ব্যাপার। এই বায়োমেট্রিক অথেনটিকেশন উইন্ডোজ ১০ প্রো এবং উইন্ডোজ ১০ হোম দুইটাই সার্পোট করে।

এখানে দুইটাই অপাররেটিং সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফেস রিকগনিশন, আইরিশ, এন্টারপোাইজ লেভেল বায়োমেট্রিক অথেনটিকেশন ইত্যাদি।

উইন্ডোজ এক্সপেরিয়েন্স

আপনারা windows 10 pro এবং windows 10 home দুইটাই একই ফিচারস এবং এক্সপেরিয়েন্স গুলো পাবেন যেমন- ব্যাটারি সেভার, উইন্ডোজ ডিফেন্ডার, ফাস্ট স্টার্ট আপ, কাস্টমাইজেবল স্টার্ট মেন্যু, TRM সাপোর্ট ইত্যাদি হলো নতুন উইন্ডোজ ফিচারস গুলো।

ফোন কানেকশন

উইন্ডোজ ১০ ভার্সনে আপনি অ্যান্ড্রয়েড ডিভাইস এ কানেক্ট করতে পারবেন। যার ফলে কম্পিউটার থেকে নোটিফিকেশন, ছবি, ফোন কল সহ অনেক কিছু অ্যাক্সেস করতে পারবেন।

আপনি যদি স্যামসাং ফ্ল্যাগশিপ ডিভাইন ব্যবহার করে থাকেন তাহালে উইন্ডোজ ১০ এ অ্যান্ড্রয়েড ডিভাইস এর সাথে মিরর ব্যবহার করতে পারবেন।

বিসনেস ফিচারস

Windows 10 home এবং Windows 10 pro দুইটি ভার্সনে আপনি বিসনেস (business) ফিচারস গুলো ব্যবহার করতে পারবেন। কারণ দুইটি ভার্সন মাইক্রোসফ্ট সাপোর্ট, বিসনেস অ্যাপস  এর সাইড লোডিং, ডিভাইস এনক্রীপশান এবং মোবাইল ডিভাইস সাপোর্ট করে। তাছাড়া এই দুইটি ভার্সনে এডুকেশন সংস্কারন আপগ্রেড করতে পারবেন।

কর্টানা

মাইক্রোসফ্ট কর্টানা (cortona) এর ভয়েস অ্যাসিস্ট্যান্ট হায়িয়ে ফেলছে কারণ এটাকে এন্ড্রয়েড ও আইওএস (IOS) বন্ধ করে দিয়েছে। যেটা উইন্ডোজ ১০ এর বড় ধরনের অভিজ্ঞতা। কিন্ত ২০২০ সালের মে মাসে নতুন একটি চ্যাট বেজ ইউআই চালু করেন। যেটা এই দুইটি ভার্সনে সাপোর্ট করে।

ভার্চুয়াল ডেস্কটপ এবং টাইমলাইন

বর্তমানে উইন্ডোজ ১০ এর ভার্চুয়াল ডেস্কটপ পাওয়া যাচ্ছে সেটা আপনারা দুইটি ভার্সনে ব্যবহার করতে পারবেন। তাছড়া আপনারা ভার্চুয়াল ডেস্কটপ এর পাশাপাশি টাইমলাইন ও পেয়ে যাবেন।

এটা আপনাকে অ্যান্ড্রয়েড এবং আইওএস সহ সকল ডিভাইস এর ব্রাউজিং হিস্টোরিতে অ্যাক্সেস করতে দিবে এবং উইন্ডোজ ১০ এর স্ন্যাপ অ্যাসিস্ট্যান্ট আপনাদের একসাথে সাইড বাই সাইড ৪ টি অ্যাপস রান করতে পারবেন।

মূল্যে (Price)

আপনি যদি windows 10 home নিতে চান তাহালে $১৩৯ ডলার দিতে হবে এবং windows 10 pro নিতে চাইলে $১৯৯.৯৯ ডলার দিতে হবে।

কোনটা নিবেন আপনি

সাধারণ ব্যবহার কারীদের জন্য মাইক্রোসফ্ট ফন্ট থেকে উইন্ডোজ ১০ হোম ব্যবহার করার জন্য সুপারিশ করা হয়েছে। আপনার যদি windows hello, timeline, cortana হয় তাহালে windows 10 home অনেক ভালো কাজ করবে।

এটাতে মাইক্রোসফ্ট পাসপোর্ট, ডিভাইস এনক্রীশন এর মতো অনেক ফিচারস যুক্ত করা হয়েছে। windows pro ভার্সনে কোর ফিচারস এর সাথে অনেক এডভ্যান্স ফিচারস গুলো যোগ করা হয়েছে,

যেমন- windows store & update for business, bitlocker, enterprise data protection, azure active directory ইত্যাদি সহ আরো অনেক কিছু ফিচারস।

তাই আপনি যদি সাধারণ কাজের জন্য ব্যবহার করতে চান তাহালে Windows 10 Home ব্যবহার করতে পারেন। আর আপনি যদি বিসনেস (business) বা সিকিউটি এর জন্য উইন্ডোজ ভার্সন ব্যবহার করতে চান তাহালে Windows 10 pro ব্যবহার করতে পারেন।

আজকে আমরা কি শিখলাম

তাহালে বন্ধুরা আজকে আমরা শিখলাম Windows 10 pro নাকি Windows 10 Home কোনটা আপনার জন্য ভালো এবং সুবিধা জনক। আমার এই আর্টিকেলটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই

শেয়ার করুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap