YouTube কে আবিষ্কার করেন

আপনি কি জানেন YouTube কে আবিষ্কার করেন? ইউটিউব কোন দেশে আবিস্কার হয় এবং ইউটিউব এর ইতিহাস কি? যদি এ সম্পর্কে না জেনে থাকেন তাহালে আজকের এই আর্টিকেল থেকে জেনে নিন। (who is discover YouTube)

বর্তমান সময়ে ইন্টারনেটে সব চেয়ে বড় দুইটা সার্চ ইঞ্জিন হলো google এবং YouTube. এই দুইটা অধিক ভাবে ব্যবহার করা হয় সার্চ করার জন্য।

অনলাইনে ভিডিও শেয়ারিং প্লাটফর্ম গুলোর মধ্যে ইউটিউব হচ্ছে সব থেকে জনপ্রিয় একটি ভিডিও সার্চ ইঞ্জিন।

বর্তমান সময় আমরা যদি কোনো বিষয় তথ্য জানতে বা শিখতে চান তাহালে google search engine বা YouTube search engine এর ব্যবহার করি।

ইউটিউব আবিস্কার করার পর থেকে প্রতিদিন এখানে লাখ লাখ ভিডিও এই প্লাটফর্মে আপলোড করা হয়। আপনি যেকোনো বিষয়ে এখানে বিভিন্ন ভাষায় হাজার হাজার ভিডিও পাবেন।

Bollywood, Hollywood, comedy, tutorial, short film, entertainment, movies, online course, songs ইত্যাদি সহ আরো বিভিন্ন বিষয়ে ভিডিও পেয়ে যাবেন।

YouTube এর ব্যবহার আপনি দুই ভাবে করতে পারবেন,

১. একটি ইউটিউব চ্যানেল বানিয়ে ভিডিও তৈরি (videos creator) করে ইউটিউবে আপলোড করতে পারবেন এবং ভবিষ্যতে ইউটিউব থেকে টাকা আয় করতে পারবেন।

২. আপনি একজন ইউজার (user) হিসাবে অন্যদের পাবলিশ করা ভিডিও গুলো ফ্রীতে দেখতে পারবেন।

ইউটিউবে প্রত্যেক দিন ২ বিলিয়ন ভিজিটর ভিজিট করে থাকেন এবং প্রত্যেক মিনিটে ৩০০ ঘন্টার বেশি ভিডিও আপলোড করা হয়। এবার হয়তো আপনি বুঝতে পারছেন বর্তমান সময় ইউটিউব কতটা জনপ্রিয় এবং বিখ্যাত।

তাহালে চলুন নিচে থেকে জেনে আসি সারা বিশ্বের এই জনপ্রিয় ভিডিও প্লাটফর্মটি ইউটিউব এর জনক কে বা ইউটিউব আবিস্কার করেন কে?

YouTube কে আবিষ্কার করেন? (who is discover YouTube)

ইউটিউব আবিস্কার করেন ৩ জন বন্ধু মিলে। ২০০৫ সালের ফেব্রুয়ারী মাসের ১৪ তারিখে তিন জন বন্ধু steve chen, chad hurley এবং jawed karim দ্বারা এই ওয়েবসাইট রেজিষ্ট্রেশন করা হয়েছিলো।

এই তিন জন্য একাত্রে কাজ করতেন American e-commerce company paypal এর সাবেক কর্মচারী হিসাবে। ইউটিউব এর আবিস্কার তারা এক বিশেষ ধারণা থেকে হয়ে থাকে।

তারা মূলত চেয়ে ছিলো সাধারণ ব্যাক্তিরা তাদের বানানো ভিডিও গুলো অনলাইনে শেয়ার করার সুবিধা পায় এবং মজা নিতে পারে।

সেই সময় ইন্টারনেটে সার্চ ইঞ্জিন উপলব্ধ ছিলো যার মাধ্যমে মানুষরা সহজে যেকোনো তথ্য অনলাইন থেকে খুঁজে বের করতে পারতেন।

ঔ সময় যেকোনো ভিডিও সরাসরি শেয়ার করার জন্য বা দেখার জন্য কোনো মাধ্যমে ছিলো না।

তখন steve chen, chad hurley এবং jawed karim এই তিন জন বন্ধু ঔ সময় এমন একটি মাধ্যম খুঁজতে ছিলেন যার মাধ্যমে যার মাধ্যমে ভিডিও গুলো অনলাইনে শেয়ার করা যায়।

এই ধারণার সাথে তিন বন্ধু মিলে একটি অনলাইন ভিডিও শেয়ারিং ওয়েবসাইট তৈরি করলেন। আর এভাবে তারা তিন জন মিলে YouTube আবিস্কার করেন। যেখানে আপনারা অনেক সহজে ভিডিও আপলোড করতে পারবেন এবং সেগুলো দেখতে পারবেন।

তারা তাদের ওয়েবসাইট ইউটিউবে প্রথম jawed karim এর চ্যানেলের মধ্যে একটি ভিডিও আপলোড করেন। যে ভিডিও ছিলো “me at the zoo”.

এই ভিডিতে jawed karim চিড়িয়াখানার একটি হাতির সামনে ছিলেন। আর এটাই ছিলো ইউটিউবের প্রথম ভিডিও মাত্র ১৯ সেকেন্ডের।

ইউটিউব কত সালে প্রতিষ্ঠিত হয়?

ইউটিউব প্রতিষ্ঠিত হয় ২০০৫ সালের ফেব্রুয়ারী মাসে ১৪ তারিখে। বর্তমানে এর সদরদপ্তর San Mateo, California, United States. বাংলাদেশে  ইউটিউব চালু করা হয়, ১৪ ফেব্রুয়ারী ২০০৫ সালে।

বর্তমান ইউটিউব এর মালিক কে?

যদিও ইউটিউব এর আবিষ্কার করেন তিন বন্ধু steve chen, chad hurley এবং jawed karim মিলে। কিন্ত আপনি যদি প্রশ্ন করেন ইউটিউব এর বর্তমান মালিক তে তাহালে উত্তর সম্পর্ন আলদা হবে।

কারণ বর্তমান সময় ইউটিউব এর মালিক হলো Google LLC.

ইউটিউব আবিস্কার হওয়ার ১৮ মাস পর এর জনপ্রিয়তা এতোটা বৃদ্ধি করা হয় যে কারণে ২০০৬ সালে ৯ অক্টোবর google এটাকে কিনে নেয় $১.৬৫ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে।

বর্তমানে YouTube এর মালিক হলো Google এবং এর সদর দপ্তর California, United States এর মধ্যে অবস্থিত।

YouTube এর আবিস্কার কোন দেশে হয়?

প্রায় বিখ্যাত আবিষ্কার গুলোর মতো ইউটিউব এর আবিস্কার হয়েছে আমেরিকাতে (USA)। প্রথমে তিন বন্ধু steve chen, chad hurley এবং jawed karim মিলে এটা তৈরি আবিষ্কার করেন।

পরে ইউটিউব কিনে নেয় গুগল। আর ইউটিউব এর সদর দপ্তর California, United States তে।

ইউটিউব এর ইতিহাস | History of YouTube

চলুন বন্ধুরা ইউটিউব এর ইতিহাস (history of YouTube) সম্পর্কে নিচে থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে আসি।

  • প্রথমে ইউটিউব এর ওয়েবসাইট ২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারী রেজিষ্ট্রেশন করা হয়।
  • ২০০৫ সালের মে মাসের পর থেকে প্রতিদিন ৩০,০০০ ভিজিটর আসতে শুরু করেন।
  • ২০০৫ সালের ১৫ ডিসেম্বর অফিসিয়াল ভাবে YouTube launch করা হয়।
  • YouTube launch সময়ে প্রতিদিন ২ মিলিয়ন এর বেশি ভিউস হতো।
  • ২০০৬ সালে জানুয়ারি মাস আসতে না আসতে প্রত্যেক দিন ২৫ মিলিয়ন ভিউস আসতে থাকে।
  • ২০০৬ সালে মার্চ মাস থেকে প্রতিদিন ২০,০০০ এর বেশি ভিডিও আপলোড হতে থাকলো।
  • ২০০৬ সালে নবেম্বর মাসে Google কোম্পানি YouTube কিনে নেয় ১.৬৫ মার্কিন ডলার দিয়ে।
  • এর পরে এতে প্রচুর পরিমানে ফিচারস যুক্ত করা হলো এবং আরো অনেক উন্নত করা হলো।
  • আজ ইউটিউবে ভিডিও তৈরি করে আপলোড দিয়ে টাকা আয় করার সুযোগ থাকছে।

ইউটিউবের কিছু গুরুত্বপূর্ণ তথ্য

  • শুরুতে YouTube videos দেখার জন্য adobe flash player software ইনস্টল করে ব্যবহার করতে হতো।
  • YouTube এর প্রত্যেক ১ মিনিটে ৪০০ ঘন্টার ভিডিও আপলোড করা হয়ে থাকে। 
  • ইউটিউবে ১ দিনে ৫ মিলিয়ন এর অধিক পরিমানে ভিডিও দেখা হয়।
  • প্রত্যেক দিন youtube এর ৩০ মিলিয়ন এর বেশি লোক ভিজিট করে।

আমার শেষ কথা

তাহালে বন্ধুরা আজকের আর্টিকেলে আমরা জানলাম YouTube কে আবিষ্কার করেন এর সম্পর্কে। এছাড়া ইউটিউব এর আরো বিভিন্ন বিষয় সস্পর্কে জানতে পেরেছি।

আমার লেখা আর্টিকেল যদি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে তাহালে কমেন্টে জানাবেন এবং অবশ্যই শেয়ার করবেন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap